বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ১১:০৭:৩১

চাকার নিচে তরুণের ৮ কিলোমিটার!

চাকার নিচে তরুণের ৮ কিলোমিটার!

আন্তর্জাতিক ডেস্ক : ১৮ বছরের তরুণ ফাহাদ আহমেদ আর দুই বন্ধু একটি স্কুটারে যাচ্ছিলেন।  আচমকা পেছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক।  সঙ্গে থাকা দু’‌জন বেঁচে গেলেও আটকে যায় ফাহাদ।  

ট্রাকের চাকার নিচে পড়ে বেহাল অবস্থা, যা দেখলে মর্মাহত না হয়ে কেউ পারবে না।  ট্রাকচালক ট্রাকটি না থামিয়ে দুর্ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করে।  চাকার তলায় তরুণকে পিষে ৮ কিলোমিটার পর্যন্ত ঘষতে ঘষতে নিয়ে যায় ট্রাকচালক।

এমন লোমহর্ষক ঘটনাটি ঘটে মঙ্গলবার মাঝরাতে ভারতের রাজধানী দিল্লির লাজপত নগর এলাকায়।

ফাহাদের দুই বন্ধু জানায়, ওই অবস্থায় দুই বন্ধু কোনোমতে ট্রাকের দরজা ধরে ঝুলে পড়ে এবং চালককে থামতে অনুরোধ জানায়।  চালকের সহকারী উল্টো তাদের একটি লোহার রড দিয়ে মেরে ফেলে দেয়ার চেষ্টা করে।

এ দৃশ্য দেখে এক পথচারী পুলিশকে ফোন করে।  এরপর বেশ খানিকটা রাস্তা পুলিশের তাড়া খেয়ে অবশেষে ধরা পড়ে ট্রাকচালক এবং তার সহকারী। দুর্ঘটনাস্থল থেকে ৮ কিলোমিটার দূরে গিয়ে থামে ট্রাকটি।

এরপর চাকার তলা থেকে বের করে আনা হয় ফাহাদের পিষ্ট মরদেহ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনো লাভ হয়নি।  ততক্ষণে পরপারে না ফেরার দেশে চলে গেছেন তিনি।
৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে