আন্তর্জাতিক ডেস্ক : বিমান ল্যান্ড করতেই আচমকা ‘চম্পট’ দিলেন বিমানসেবিকা। এর ফলও যা হওয়ার তা-ই হল। সংশ্লিষ্ট সংস্থা তাকে চাকরি থেকে বাদ দিয়ে দিল। চলতি সপ্তাহের সোমবার এই ঘটনা ঘটেছে হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে। ওই বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাত ১১ টা ২৬ মিনিটে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো থেকে আসা বোয়িং ৭৩৭ বিমানটি হিউস্টনে অবতরণ করার সঙ্গে সঙ্গেই ওই বিমানসেবিকা এমার্জেন্সি স্লাইডের মাধ্যমে বিমান থেকে বেরিয়ে আসেন এবং পালিয়ে যান।
তবে তিনি কী কারণে এ ভাবে পালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। তবে তার এহেন ‘কীর্তি’ ওই বিমানে উপস্থিত যাত্রী এবং ক্রু-সদস্যদের বিপদে ফেলতে পারত বলে দাবি সংশ্লিষ্ট বিমান সংস্থার। এক সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুসারে ওই বিমান্সংস্থার দাবি, ওই বিমানসেবিকা ‘কোড অফ কন্ডাক্ট’-এর অবমাননা করেছেন। তার এ হেন কাজ সংস্থার ২০,০০০ সদস্যের সুনামের পরিপন্থী, যা যাত্রীদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলতে পারে।
ওই ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশিত হয়েছে। ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, বিমানটি অবতরণ করার সঙ্গে সঙ্গে তিনি এমার্জেন্সি স্লাইডের সাহায্যে বেরিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে ওই বিমানে উপস্থিত এক যাত্রী বলেছেন, ‘এই ঘটনার কারণে বিমানটি অবতরণের প্রায় ৪০ মিনিট পর আমরা সেখান থেকে বেরতে পেরেছিলাম। তবে আমাদের কোনো বিপদ হয়নি এটাই আশার কথা।’ হিউস্টন থেকে ফ্লোরিডা যাওয়ার কথা ছিল বিমানটির। তবে ওই ঘটনার কারণে ৪০ মিনিট দেরিতে উড়তে হলো বিমানটিকে।
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই