বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ১১:৫৭:২৩

স্বামীকে নৃশংসভাবে হত্যা করে কুকুর দিয়ে খাওয়াল স্ত্রী!

স্বামীকে নৃশংসভাবে হত্যা করে কুকুর দিয়ে খাওয়াল স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : নিজের স্বামীকে হত্যা করে পোষ্য কুকুরকে খাওয়ানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভেটলানা বাটুকোভা নামে বছর ৪৬ বয়সী রাশিয়ান এই মহিলাকে আদালতেও তোলা হয় কয়েকদিন আগে। ঘটনাটি ঘটেছে রাশিয়ার মনাকোর।

অভিযোগ, হানস হ্যাঙ্কেল নামে ৬৬ বছরের স্বামীকে নিজের বাড়িতে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে ভেটলানা। যা শুনলে শিউরে উঠবেন আপনিও! সূত্রের খবর, স্বামী হ্যানসের হাত হাড়সমেত টুকরো টুকরো করে কেটে তার পোষ্য কুকুরকে খায়িয়েছেন বাটুকোভা।

কিন্তু, কেন নৃশংস এই ঘটনা ঘটিয়েছে রাশিয়ান ওই মহিলা? পুলিশ জানিয়েছে, দিনের পর দিন নেশায় ডুবে থাকক সে। যার ফলে মানসিক বিকারগ্রস্তও হয়ে পড়েছিল বাটুকোভা।

তদন্তকারী অফিসারদের অনুমান, মৃত্যর আগে নেশাগ্রস্থ করা হয়েছিল হ্যানসকে। তাছাড়া সম্প্রতি শ্বাসনালীতে অস্ত্রোপচার হওয়ায় কথাও বলতে পারতেন না হ্যানস।

পুলিশ জানিয়েছে, দু’বছর এক সাথে বসবাসের পর সম্প্রতি বিয়ে হয়েছিল ওই দম্পতির। কিন্তু, নিজের স্বামীকে খুন করার জন্য সুপারি কিলারের খোঁজ করছিলেন বাটুকোভা। এমনটাই জানিয়েছে পুলিশ।
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে