আন্তর্জাতিক ডেস্ক : কর ফাঁকির প্রবণতাকে বিশ্বের একটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন কর ফাঁকি রোধে আইনগত সব ধরনের ফাঁকফোকর বন্ধ করে দিতে। ওবামা বলেন, ‘কর ফাঁকির বেশির ভাগই বৈধভাবে হলেও তা আসলেই বিশ্বের জন্য একটি বিরাট সমস্যা।’
যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ যখন কর ফাঁকি ঠেকাতে ‘ইনভার্সন’ নামে নতুন একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেই মুহূর্তে এমন মন্তব্য করলেন বারাক ওবামা। ইনভার্সন হচ্ছে, যুক্তরাষ্ট্রের একটি কম্পানি আরেকটি কম্পানির সঙ্গে কর কম দেওয়ার সুবিধা নিতে একীভূত হয়ে যাওয়া। আর এটি দেশটিতে ক্রমান্বয়ে জনপ্রিয়তা পাচ্ছে। কারণ এর মাধ্যমে কম্পানিগুলো কর ফাঁকির সুযোগ পায়।
এসব কম্পানি প্রসঙ্গে ওবামা বলেন, এ কম্পানিগুলো আমেরিকার কম্পানি হিসেবে প্রয়োজনীয় কর না দিয়েও সব ধরনের সুযোগ-সুবিধা পায়। তিনি ইনভার্সনকে (একীভূত হওয়া) কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে একটি অভ্যন্তরীণ ফাঁক হিসেবে দেখছেন। তিনি বলেন, যেসব কম্পানি এগুলো করছে তারা প্রক্রিয়াটিকে নিয়ে খেলছে। এর আগেও যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ইনভার্সন ঠেকাতে দুবার পদক্ষেপ নিয়েছিল। সূত্র : বিবিসি
৭ এপ্রিল, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস