বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ০৮:৫৪:২৯

৭০ ভাড়াটে সৌদি সেনা নিহত, আহত ১০০

৭০ ভাড়াটে সৌদি সেনা নিহত, আহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনি বাহিনীর রকেট হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় আল-জওফ প্রদেশে বহু ভাড়াটে সৌদি সেনা নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রকেটটি মঙ্গলবার ভাড়াটে সৌদি সেনাদের মালিকানাধীন একটি ভবনে আঘাত হানলে সৌদি আরবের ৭০ জন ভাড়াটে সেনা নিহত ও অন্তত ১০০ জন আহত হয়।

সেনাদের নিজেদের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ বিতরণ করার সময় রকেটটি আঘাত হানার ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

সৌদি জঙ্গি বিমান ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আল-জাবাব এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের হারিয়ান শহরেও বোমাবর্ষণ করেছে বলে আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে খবরে কিছু বলা হয় নি।

এদিকে, ইয়েমেনি বাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে মর্টার শেলের আঘাতে তিন ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল জানিয়েছে। -রেডিও তেহরান
০৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে