আন্তর্জাতিক ডেস্ক : নতুন জাতীয় রক্ষী বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বাহিনী সন্ত্রাস ও পরিকল্পিত অপরাধের বিরুদ্ধে লড়বে বলে জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাহিনী দিয়েই এই নতুন রক্ষীদল গঠন করা হবে। এর নেতৃত্বে থাকবেন পুতিনের সাবেক দেহরক্ষী ভিক্টর জোলোটোভ। তিনি প্রেসিডেন্টের কাছে সরাসরি প্রতিবেদন দেবেন।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, এই বাহিনী জনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও কাজ করবে। পেসকোভ আসছে সেপ্টেম্বরের নির্বাচনের সঙ্গে এই নয়া রক্ষী বাহিনী গঠনের কোনো যোগসূত্র খারিজ করে দেন।
সমালোচকেরা বলছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠার আশঙ্কা করছেন পুতিন।
ক্রেমলিনে প্রধান নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক চলাকালে পুতিন এই ঘোষণা দিয়েছেন। পেসকোভ আরো বলেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাহী ক্ষমতা বলে আমরা কেন্দ্রীয় নতুন বাহিনী গঠন করছি।
০৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস