আন্তর্জাতিক ডেস্ক : ভূমিধসের তিনদিন পর ধ্বংসস্তুপ থেকে মা ও তার দুই ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের নাম যথাক্রমে রাজিয়া, আসাদ ও গুলজার। পাকিস্তানে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ৯২ জনের বেশি মানুষ মারা গেছে। গত দু দিনে ধ্বংসস্তুপ থেকে ওই গ্রামের আরো পাঁচজনকে জীবিত ও দুইজনকে মৃত উদ্ধার করা হয়েছে।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, গত সোমবার ভারি বৃষ্টিপাতের কারণে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহিস্তান জেলার কান্দিয়া গ্রামে ওই ভূমিধস আঘাত হেনেছিল। এতে ওই গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। ধ্বংসাবশেষে আটকা পড়েছিলেন গ্রামের ২৩ জন। কিন্তু যত সময় গড়াচ্ছিল ততই তাদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছিল।
অবশেষে বুধবার গভীর রাতে এক অনুসন্ধানকারী দল তাদের তিন জনকে উদ্ধার করতে সমর্থ হয়। উদ্ধারের পর তাদের স্থানীয় দাসু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।
পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে গত ২ এপ্রিল থেকে বৃষ্টি ও বন্যা শুরু হয়েছে। এসব প্রাকৃতিক দুর্যোগে ১২০০ ঘরবাড়ি ভেঙে গেছে বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এছাড়া ভূমিধসের কারণে বহু রাস্তা ঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ কারণে ভারী যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছুতে পারছেন না উদ্ধারকারীরা।
০৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস