আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি পরমাণু ক্ষেত্রে ১২টি সাফল্য প্রকাশ করেছেন। আগামীকাল ইরানে 'পরমাণু প্রযুক্তি দিবস' পালনের আগে এসব সাফল্য প্রকাশ করা হলো। এ উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইরানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী হোসেইন-আলি আমিরি বলেন, ১০ বছর প্রতিরোধের পর ইরানের মানুষ পরমাণু প্রযুক্তি দিবস পালন করছে। তিনি আরো বলেন, বিশ্ব ইরানের পরমাণু প্রযুক্তি মেনে নিয়েছে এটাই ইরানের অন্যতম বড় সাফল্য।
এ ছাড়া, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে দীর্ঘ আলোচনার ক্ষেত্রে প্রেসিডেন্ট রুহানির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা ইরানের ভুলে যাওয়া উচিত হবে না বলেও জানান তিনি।
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই