আন্তর্জাতিক ডেস্ক : ওই নারী পাশে না থাকলে বিমান চালাব না, জেদ ধরলেন সেই পাইলট। তার সাফ কথা, ওই নারী সহকারীকে পাশে চাই। তা না হলে উড়বে না বিমান।
এমনই আজব কাণ্ড করলেন এয়ার ইন্ডিয়ার এক বিমানচালক, যার জেরে প্রায় ২ ঘণ্টা বিমানের ভেতর বসে থাকলেন ১১০ জন যাত্রী। বিমানটির তিরুবনন্তপুরম হয়ে চেন্নাই যাওয়ার কথা ছিল।
বিমান উড়ানের আগে নির্দিষ্ট নারী সহকর্মীকে পাশে চেয়ে জেদ ধরেন পাইলট। কিন্ত ওই নারী কর্মীকে এরই মধ্যে অন্য বিমানের দায়িত্বে দেয়া হয়। এ কথা শুনে ওই বিমানচালক হুমকি দেন, পছন্দের সহকারী না পেলে নিজেকে অসুস্থ জানিয়ে বিমান চালাবেন না তিনি।
শেষপর্যন্ত তার দাবি মেনে পছন্দের নারীকেই কো-পাইলট হিসেবে দেয়া হয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে এয়ার ইন্ডিয়া ছাড়লেও আপাতত নোটিস পিরিয়ডে রয়েছেন অভিযুক্ত বিমানচালক।
৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম