বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ১০:৫০:৫৪

এবার ক্ষমতা দেখালো আমেরিকা!

এবার ক্ষমতা দেখালো আমেরিকা!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় নৌমহড়ায় নেমে পড়ল আমেরিকা। সোমবার থেকে বাহারাইনে শুরু হওয়া এই মহড়ায় অংশ নিয়েছে বিশ্বের ৩০টিরও বেশি দেশ। বাহারাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর ৫ম ঘাঁটিটি। এমনকি, সেখানেই রাখা রয়েছে অত্যাধুনিক-শক্তিশালী নৌবহরগুলিও। এবার বিশ্বকে নিজেদের ক্ষমতা দেখালো আমেরিকা।

মার্কিন নৌ বাহিনীর সেন্ট্রাল কমান্ড আয়োজিত ইন্টারন্যাশনাল মাইন কাউন্টারমেজার এক্সারসাইজ বা আএমসিএমইএক্স নামের মহড়া চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত চলবে বলে কথা রয়েছে। মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলির একাধিক সমস্যা রয়েছে। এই মহড়ায় সব বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে দেখা হবে।
সুয়েজখাল, বাবুল মান্দাব প্রণালী এবং হরমুজ প্রণালীসহ বিশ্বের সাগর পথের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকা এই অঞ্চলে অবস্থিত।

মার্কিন নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের দেশগুলির প্রশিক্ষণের চমৎকার সুবিধা এই খানে রয়েছে। ফলে মহড়ায় মাইন নিষ্ক্রিয় করার ট্রেনিং, পরিকাঠামো রক্ষা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে নৌবাহিনীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া, এই মহড়ায় সাবমেরিন এবং দ্রুতগামী জাহাজের মতো নতুন প্রযুক্তির কার্যকারিতাও যাচাই করা হবে বলে নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে