আন্তর্জাতিক ডেস্ক : এরই নাম প্রেম। প্রেমের টানে হাজার হাজার কিলোমিটার দূরত্ব একেবারেই ছোট মনে হয় তার। বয়স, ধর্ম, দেশ সব পেছনে ফেলে ভালোবাসার টানে ৭ সাগর পেরিয়ে প্রেমিকের গলায় মালা পরালেন মার্কিন সুন্দরী।
এমনই এক ভালোবাসার নজির দেখা গেল আমদাবাদে। ৪১ বছর বয়সী টেমিলি ২৩ বছরের হিতেশের টানে নিজের দেশ আমেরিকা ছেড়ে চলে এসেছেন আমদাবাদ। বিয়েও সেরে ফেলেছেন দুজনে।
সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় দুজনের। প্রায় বছর খানেক আগে। চ্যাট করতে করতেই ভালো লেগে যায় একে অপরকে। বেশ কিছুদিন ধরে ভিডিও চ্যাটিংও করছিলেন তারা।
এর মাঝেই দুজনে ঠিক করেন বিয়ে করবেন। আর্থিক প্রতিকুলতার সঙ্গে ক্রমাগত লড়াই করা হিতেশের পক্ষে আমেরিকা যাওয়া সম্ভব ছিল না। তাই টেমিলি চলে আসেন তার কাছে। প্রথমে মন্দিরে গিয়ে মালা বদল করেন দু'জন। পরে রেজিস্ট্রিও করেন।
আপাতত কিছুদিন তারা আমেরিকায় কাটাবেন। এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতেই ব্যস্ত তারা। কিন্তু আমদাবাদে এসেই থাকতে চান টেমিলি। শ্বশুড়বাড়ি বলে কথা।
সব থেকে বড় কথা প্রাচুর্যের মধ্যে বড় হওয়া টেমিলির ভালো লেগেছিল হিতেশের সততা। প্রথমদিন থেকেই তিনি একবাক্যে স্বীকার করেন, তার আর্থিক অবস্থা ভালো নয়।
কখনো মিথ্যার আশ্রয় নেননি তিনি। তাই কোনোক্রমে ভাঙাচোরা ইংরেজিতে প্রেম নিবেদনকেই সাদরে গ্রহণ করেন টেমিলি।
৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম