শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ০৪:১৭:১৭

৫০ বছর পর অভিনব উপায়ে প্রত্যাবর্তন মনমোহনের!

৫০ বছর পর অভিনব উপায়ে প্রত্যাবর্তন মনমোহনের!

আন্তর্জাতিক ডেস্ক : ৫০ বছর পরে ফিরছেন মনমোহন সিং। প্রত্যাবর্তন ঘটাচ্ছেন এক অভিনব উপায়ে। এবং এই প্রত্যাবর্তনের খবর নিঃসন্দেহে ভাল। রাজনীতির আঙিনা ছেড়ে নিজের চেনা জগতে ফিরছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এই জগৎ একেবারেই তার নিজস্ব, একান্ত। এই জগতে তিনি আক্ষরিক অর্থেই ‘প্রধানমন্ত্রী’।

৮৩ বছরের মনমোহন সিং ফিরছেন তার প্রিয় ‘চাকরি’তে। ফের পড়াবেন তিনি। ১৯৬৬ সালে তিনি অধ্যাপনা ছেড়ে জাতিসংঘের চাকরি নিয়েছিলেন। সেখান থেকে ঘুরেফিরে ভারতের প্রধানমন্ত্রীর আসনে।

জওহরলাল নেহেরু চেয়ারে অধ্যাপনার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করেছেন। এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন মনমোহন। স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি এই বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন তিনি। ১৯৬৬ সাল পর্যন্ত লেকচারার হিসেবে এই বিশ্ববিদ্যালয়েই ছিলেন তিনি।
৮ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে