আন্তর্জাতিক ডেস্ক : কমপক্ষে ৩০০ শ্রমিককে অপহরণ করেছে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা নিয়ন্ত্রণকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। সিরিয়ার দামেস্কোর উত্তরপূর্বাঞ্চলের দুমেইর শহরের একটি সিমেন্ট কারখানা থেকে তাদের অপহরণ করা হয়।
দুমেইর এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, গত সোমবার দুপুরে ওই সিমেন্ট কারখানায় হামলা চালায় আইএস। তিনি বলেন, ওই হামলার পর থেকেই সেখানে বসবাসকারী স্বজনদের খোঁজ পাচ্ছি না আমরা। তাদের ব্যাপারে কোনো তথ্যও জানতে পারিনি এখনো।
ওই সিমেন্ট কারখানার একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, গত সোমবার এই ঘটনা ঘটে। এরপর থেকে ওই কর্মীদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। একই কথা বলছে সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও।
দেশটির শিল্পমন্ত্রী জানান, আল বাদিয়া সিমেন্ট গ্রুপের শতাধিক শ্রমিককে দামেস্ক থেকে ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত দুমেইর শহরের কারখানা থেকে আইএস সদস্যেরা ধরে নিয়ে গেছে। অপহৃত শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
০৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস