শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ১১:৩৮:৩১

সাপ্তাহিক ছুটি ৩ দিন

সাপ্তাহিক ছুটি ৩ দিন

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটি তিনদিন। ক্রমবর্ধমান বিদ্যুৎ সঙ্কট সামাল দিতে জ্বালানি সমৃদ্ধ ভেনিজুয়েলার সরকার এই ঘোষণা করা দিয়েছে।

দেশটির সঙ্কটে নিপতিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার ফলে আগামী দুই মাস শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সাপ্তাহিক ছুটি ভোগ করবেন দেশটি ১০ লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী।

বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মাদুরো দেশবাসীকে বিদ্যুৎ খরচ কমানোর আহ্বান জানান। তিনদিন ছুটির ফলে বিদ্যুৎ খরচ ২০ ভাগ সাশ্রয় হবে বলে জানান মাদুরো।

ভেনিজুয়েলার বিদ্যুতের ৭০ ভাগই আসে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। তবে এল নিনো জলবায়ুর প্রভাবে উৎপাদনে কিছুটা প্রভাব পড়েছে।
০৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে