আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে কঠোর হুঁশিয়ারি দিলেন পাক সেনাপ্রধান রাহিল শরিফ। তিনি বলেছেন, ছোট বা বড়, পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধই শুরু করুক, তার জন্য চরম ক্ষতির মুখে পড়তে হবে ভারতকে।
পাক সেনাপ্রধান রাহিল শরিফ রাওয়ালপিণ্ডিতে পাক সেনাসদর দপ্তরে দাঁড়িয়ে ঘোষণা দেন, যেকোনো বহিরাগত আক্রমণের জন্য তৈরি পাকিস্তানের সেনা জওয়ানরা।
গত সপ্তাহে ভারতের সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ বলেছিলেন, ছোটখাটো বিক্ষিপ্ত যুদ্ধের জন্য তৈরি ভারতীয় সেনাবাহিনী। তারই জবাব দিতে গিয়ে রীতিমতো হুঙ্কার দিলেন পাক সেনাপ্রধান রাহিল শরিফ।
ভারতের বিরুদ্ধে ১৯৬৫ সালের যুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যদি কোনো শত্রু কোনোরকমভাবে আক্রমণের চেষ্টা করে, তবে তা আকারে ছোট হোক বা বড় হোক, তাদের এজন্য চরম মূল্য দিতে হবে।
অন্তঃর্দেশীয় ও বহির্দেশীয় যেকোনো রকম শক্তির মোকাবেলা করার জন্য পাকিস্তানের জওয়ানরা তৈরি বলেও জানান শরিফ।
পাশাপাশি কাশ্মীর ইস্যুকে দেশভাগের 'অসমাপ্ত অধ্যায়' বলে উল্লেখ করেন তিনি। শরিফ বলেন, অবিলম্বে রাষ্ট্রসংঘের নির্দেশিকা মেনে এ সমস্যার সমাধান করা উচিত।
৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম