শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ০৫:২২:৪২

মৃত্যুদণ্ডের তথ্য গোপন করছে চীন

মৃত্যুদণ্ডের তথ্য গোপন করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবছর হাজার হাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও সেই তথ্য গোপনে রাখছে কমিউনিস্ট শাসিত চীন। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির ‘মৃত্যুদণ্ডের রায় ও মৃত্যুদণ্ড কার্যকর-২০১৫’ শীর্ষক এক বৈশ্বিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার ক্ষেত্রেও বিশ্বে শীর্ষস্থান দখল করে রেখেছে চীন।

প্রতিবেদন অনুসারে ২০১৫ সালে ওই দেশে কমপক্ষে এক হাজার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। ৫৩৮টি মৃত্যু দণ্ডের রায় দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিশর। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে গত বছর মৃত্যু দণ্ডের রায় দেয়া হয়েছে প্রায় ১৯৭টি।

অ্যামনেস্টির প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে সব মিলিয়ে ১৬০০টিরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সমগ্র বিশ্বে। সবথেকে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন, ইরান, পাকিস্তান ও সৌদি আরব। ইরানে কমপক্ষে ৯৭৭টি মৃত্যুদণ্ডের হিসাব রয়েছে। এই সংখ্যা পাকিস্তানে ৩২৬টি ও সৌদি আরবে ১৫৮ জনের প্রাণ নিয়েছে রাষ্ট্র। বাংলাদেশে সেই সংখ্যাটা মাত্র চার।-বিবিসি
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে