শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ০৮:২১:০১

কার ভয়ে ১০০ কোটি ডলার ব্যয়ে অত্যাধুনিক হেলিকপ্টার কিনছে আমেরিকা?

কার ভয়ে ১০০ কোটি ডলার ব্যয়ে অত্যাধুনিক হেলিকপ্টার কিনছে আমেরিকা?

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা দফতর ৯২ কোটি ২৬ লাখ ডলার ব্যয়ে ১১৭টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এসব হেলিকপ্টার বোয়িং কোম্পানি থেকে কেনা হবে এবং এরই মধ্যে ক্রয়াদেশ দেয়া হয়েছে।

এসব ট্যাকটিক্যাল হেলিকপ্টার তৈরির কাজ ২০১৮ সালের ৩১ মার্চের মধ্যে শেষ হবে বলে পেন্টাগন জানিয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষা দফতর এফ-৩৫ স্টেলথ বিমানসহ জঙ্গিবিমান কেনার জন্য লকহিড মার্টিন কোম্পানিকে ক্রয়াদেশ দিয়েছে।

জানুয়ারি মাসের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনী ৫০০টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করে। অবশ্য এসব বিমান যুদ্ধোপযোগী কিনা তা যাচাই করার আগেই এ পরিকল্পনা করা হয়েছে।

গত বছর মার্কিন প্রতিরক্ষা দফতর সামরিক খাতে ৫৬ হাজার কোটি ডলার ব্যয় করেছে। অবশ্য ২০১০ সালে দেশটি একই খাতে ৭০ হাজার কোটি ডলার ব্যয় করেছিল।-আইআরআইবি
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে