শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ১০:৫৮:০১

আমেরিকাকে কঠোর জবাব দিতে হবে : ইরান

আমেরিকাকে কঠোর জবাব দিতে হবে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বক্তব্যের কঠোর জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইস্যুতে আলোচনার যে আহ্বান জানিয়েছেন, সে বিষয়েই আজ (শুক্রবার) প্রতিক্রিয়া জানিয়েছেন জেনারেল জাজায়েরি।

তিনি বলেন, "তেহরান বারবারই বলছে আমাদের রেড লাইনগুলোর অন্যতম হলো ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো নিয়ে কারো অনুমতির তোয়াক্কা করে না ইরান।"

ইরানের বিষয়ে বিশেষ করে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আমেরিকার নাক গলানোকে দৃঢ়তার সঙ্গে মোকাবেলার জন্যও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ধৃষ্টতার সময়োচিত এবং দৃঢ় জবাব ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হবে বলে জনগণ প্রত্যাশা করে। এভাবে অন্যের বিষয়ে নাক গলানো কারণে তাদেরকে কোঠর জবাব দিতে হবে।-আইআরআইবি
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে