আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্টেনিও এলাকার বিমান ঘাঁটিতে আত্মঘাতী হামলা হয়েছে। হামলার পরপরই ঘাঁটিটি বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনার সূত্রপাত হয় শুক্রবার সকালে। ওই সেনা ঘাঁটিতে একটি ঘরে গুলিবিদ্ধ দু’টি মৃতদেহ পরে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন ওই সেনা ঘাঁটির কর্মী। অপরজন হামলা চালাতেই সাড়ে সাত দশকের পুরনো বিমান ঘাঁটিতে এসেছিল বলে সরকারিভাবে জানানো হয়েছে।
শুক্রবার সকালে সাড়ে ন’টা নাগাদ একজন আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির কথা জানতে পারে সেনারা। সেনা ঘাঁটির ফেসবুক পেজে আপডেট করে সতর্ক করা হয় সকলকে। তারপরে গুলির লড়াইয়ে খতম করা হয় ওই হামলাকারীকে। সেইসঙ্গে প্রাণ হারান এক সেনাকর্মীও। এর আগে ২০০১৯ সালে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল এই সেনা ঘাঁটিতে। ওই ঘটনায় ১৩জনের মৃত্যু হয়েছিল। একইসঙ্গে জখম হয়েছিলেন ৩১ নিরীহ মানুষ।-কলকাতা২৪
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই