শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ০৬:৪৭:৪১

ইতিহাস! ৪০০ বছর পর মেয়েদের জন্য খুললো দরজা

ইতিহাস! ৪০০ বছর পর মেয়েদের জন্য খুললো দরজা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারে আর বাধা রইলো না। চার শতাব্দীর পুরানো প্রথার অবসান ঘটাল মন্দিরের ট্রাস্টি বোর্ড। গত চার মাস ধরেই মন্দিরে মহিলাদের প্রবেশধিকার চেয়ে আন্দোলন করছিল একটি সংগঠন। শুক্রবার দুপুরে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিল, মহিলারা শনি শিঙ্গনাপুর মন্দিরে ঢুকতে চাইলে আর বাধা দেওয়া হবে না।

কয়েকশো বছরের প্রাচীন শনি শিঙ্গনাপুর মন্দিরে মহিলাদের ঢুকতে দেওয়া হত না। ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেড নামে একটি মহিলা সংগঠন চার মাস আগে থেকে এই প্রথার অবসানের দাবিতে আন্দোলন শুরু করে। বার বার মন্দিরের সামনে জমায়েত করেও অবশ্য তারা মন্দিরে ঢুকতে পারেননি। বাধা পেয়ে ফিরে এসেছে। আন্দোলনের চাপ বাড়তে থাকায় মন্দির কর্তৃপক্ষ কিছু দিন আগে নতুন নির্দেশ জারি করে জানায়, পুরুষ বা মহিলা কেউই আর মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবে না।

এই নির্দেশের পর মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়তে থাকে। শুক্রবার সকালে শতাধিক লোক সব বাধা ভেঙে মন্দিরের গর্ভগৃহে ঢুকে পড়েন। দুপুরে মন্দিরের ট্রাস্টি বোর্ডের তরফে শালিনী লান্ডে জানান, মন্দিরে মহিলাদের প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হচ্ছে। এর পর থেকে কোনও মহিলা শনি শিঙ্গনাপুর মন্দিরে ঢুকতে চাইলে বাধা দেওয়া হবে না। তবে মহিলাদের ওই মন্দিরে আসতে উৎসাহও দেওয়া হবে না, জানান তিনি। -আনন্দবাজার
৯ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে