শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ১০:৫২:০২

পাঠানকোট হামলা ভারতের নাটক, দাবী পাকিস্তানের

পাঠানকোট হামলা ভারতের নাটক, দাবী পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : পাঠানকোট বায়ুসেনা ঘাঁটির হামলার পুরোটাই ভারতের নাটক। হামলার তদন্তে গঠিত পাকিস্তানের জয়েন্ট ইনভেস্টিগেশন টিম জেআইটি ভারত থেকে ফিরেই গিয়েই এরকমই সিদ্ধান্ত জানিয়েছে। আর সে খবর প্রকাশ হয়েছে পাকিস্তানি মিডিয়ায়।

জেআইটির দাবি, পাকিস্তানের বদনাম করার জন্য গোটা হামলাটাই ভারতে একটা নাটক। ভারত ওইসব জঙ্গিদের গতিবিধি সম্পর্কে আগে থেকেই সব জানত। এরকমই একটি রিপোর্ট পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জমা দিতে চলেছে জেআইটি।

পাকিস্তান টুডে-র খবর অনুয়ায়ী, জেআইটি তার রিপোর্টে বলেছে, বিশ্বের নজর কাড়ার জন্য ভারত পাঠানকোটে ওই তিন দিনের নাটক করেছিল। কারণ জঙ্গি হামলা হলে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে অনেক বড় ক্ষতি করে দিতে পারত জঙ্গিরা। তা কিন্তু হয়নি।

পাকিস্তানের আরও একটি সংবাদপত্র, ডেইলি টাইমসের খবর অনু‌যায়ী, জেআইটির দাবি ভারত হামলার সিসিটিভি ফুটেজ, বিএসএফের ডিউটি রেজিস্টার-সহ বহুকিছু তাদের দেয়নি। এর কারণ কী, প্রশ্ন তুলেছে জেআইটি।

উল্লেখ্য, জেআইটি এরকম এক রিপোর্ট দিতে চলেছে। অথচ এই জেআইটিই কয়েকদিন আগে বলেছিল পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলাকারী জঙ্গিরা পাক নাগরিক। এমনকি তারা এও বলেছিল জঙ্গিরা ‌যে জইস এ মহম্মদের সদস্য সে সম্পর্কেও তাদের কাছে তথ্য রয়েছে। পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলার অভি‌যোগ ওঠে হাফিজ সইদ ও তার ভাইয়ের বিরেুদ্ধে। এনিয়ে তাদের জেরাও করা হয়। কিন্তু ভারত থেকে ঘরে ফিরে পাল্টি খেয়ে গেল পাকিস্তানি তদন্তকারী দল।
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে