আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবে প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ বেশ ক’জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থীকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিল এক যুবক। যা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়।
তবে পুলিশ নিউ ইয়র্কের বাসিন্দা জোসেফ গুডে নামের ওই হুমকিদাতা যুবককে গ্রেপ্তার করেছে। অ্যাটর্নি উইলিয়াম হোসুল দাবী করেছেন, হুমকিদাতা জোসেফ গুডেকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।
অ্যাটর্নি জানিয়েছেন, জোসেফ হোসুল শক্তিশালী রাইফেল ব্যবহার করে বারাক ওবামাকে হত্যার হুমকি দেন। এ ছাড়া তিনি বিল ক্লিনটন, ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজকেও হত্যার হুমকি দেন।
উইলিয়াম হোসুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুডে জানিয়েছেন, তিনি অপহরণ বা পাবলিক প্লেসে গুলি চালাতে প্রস্তুত। এমনকি তিনি পৃথিবীকে জ্বলতে দেখতে চান। তবে এটা পরিষ্কার না যে, ওই ব্যক্তি আসলে কার কাছে বা কোথায় এ হুমকি দিয়েছেন।
২১ বছর বয়সী গুডেকে শুক্রবার প্রাথমিকভাবে বাফেলোর ফেডারেল আদালতে হাজির করার কথা। সেখানে তিনি দোষী সাব্যস্ত হলে অন্তত তার পাঁচ বছরের সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন