শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ০৩:২২:৫৩

সিরিয়ায় তিন শতাধিক শ্রমিককে অপহরণ করেছে আইএস!

সিরিয়ায় তিন শতাধিক শ্রমিককে অপহরণ করেছে আইএস!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় তিনশ'র বেশি কারখানা শ্রমিক নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে ইসলামিক স্টেট তাদের অপহরণ করেছে। যুক্তরাষ্ট্রের এক জেনারেল বলেছেন, লিবিয়ায় আইএস যোদ্ধা দ্বিগুন হয়েছে। জার্মানি ও ডেনমার্কে গ্রেপ্তার হয়েছে ৬ আইএস ‘জঙ্গি'।

সিরিয়া, লিবিয়া, জার্মানি, ডেনমার্ক ও ক্যানাডার সংবাদমাধ্যমে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস-কে নিয়ে পাঁচটি খবর প্রকাশ হয়েছে। এরমধ্যে সবচেয়ে বড় খবর হচ্ছে, লিবিয়ার ডুনমেইরের একটি সিমেন্ট কারখানার তিনশ'রও বেশি শ্রমিকের একসঙ্গে নিখোঁজ হয়ে যাওয়া। বৃহস্পতিবার থেকে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টায় ব্যর্থ হয়ে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানায়। আশঙ্কা করা হচ্ছে, সিমেন্ট কারখানাটির এই শ্রমিকদের হয়ত আইএস অপহরণ করেছে।
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে