শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ০৪:১০:২৭

হাতের কাছেই নরেন্দ্র মোদি, যোগাযোগ করতে পারবেন আপনিও

হাতের কাছেই নরেন্দ্র মোদি, যোগাযোগ করতে পারবেন আপনিও

আন্তর্জাতিক ডেস্ক : দেশের মানুষের সঙ্গে ‌যোগা‌যোগ রেখে চলার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মন কি বাত অনুষ্ঠানে প্রায়ই তাঁকে লেখা চিঠি পড়ে শোনানো হয় বা ফোনে মানুষের কথা শোনানো হয়। বাচ্চা ও কিশোরদের সঙ্গেও তিনি আলাপ করার চেষ্টা করেন।

সাধারণ মানুষ ‌যাতে তাঁর কাছে পৌংছাতে পারেন তার জন্য তিনি একাধিক ব্যবস্থা করেছেন। সরাকরি সাইট তো বটেই বিভিন্ন সোস্যাল মিডিয়ার সক্রিয় থাকেন নরেন্দ্র মোদী।

কীভাবে ‌যোগা‌যোগ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে-

আপনার ‌যদি কিছু জানার থাকে তা হলে আপনি ‌যেতে পারেন প্রধানমন্ত্রী ওয়েবসাইট http://pmindia.gov.in/en/interact-with-honble-pm-এ। জানাতে পারেন আপনার মতামতও।

অ্যান্ড্রয়েড বেসড মোবাইল অ্যাপও রয়েছে। সেই অ্যাপের মাধ্যমেও ‌যোগা‌যোগ করা ‌যেতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে। সরাসরি চিঠি লিখতে পারেন বা ফোনও করতে পারেন প্রধানমন্ত্রীকে।

ঠিকানা-সাউথ ব্লক, রাইসিনা হিল, নয়াদিল্লি-১১০০১১
অফিসিয়াল ফোন নম্বর-০০১১-২৩০১২৩১২
ফ্যাক্স- ০১১-২৩০১৯৫৪৫
প্রধানমন্ত্রীর কাছে কোনও প্রশ্ন থাকলে তা আপনি পাঠাতে পারেন ইউটিউবে প্রধানমন্ত্রীর চ্যানেলে।

প্রধানমন্ত্রীকে ফলো করতে পারেন তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে। মেসেজও পাঠাতে পারেন। মেসেজ পাঠাতে পারেন প্রধানমন্ত্রী ইনস্টাগ্রামেও। ফেসবুকেও রয়েছে প্রধানমন্ত্রী অ্যাকাউন্ট। সেখানেও ‌যোগা‌যোগ করা ‌যেতে পারে।
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে