আন্তর্জাতিক ডেস্ক : দেশ যাতে গভীর অন্ধকারে ডুবে না যায় তার জন্যে এক অভিনব পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলা। দেশের বিদ্যুত্ ঘাটতি মেটানোর জন্যে এপ্রিল-মে মাস জুড়ে একদিন করে বেশি ছুটি পাবেন ওই দেশের সরকারিসহ সব ধরণের কর্মীরা। অর্থাত্ শনি এবং রবিবারের পাশাপাশি এবার সব অফিস বন্ধ থাকবে শুক্রবারও।
ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো একটি টিভি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, '৬০ দিনের জন্যে এই উদ্যোগ নিতে বাধ্য হচ্ছি, যাতে দেশ বিদ্যুত্ ঘাটতির এই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে পারে। আমি দেশের প্রত্যেক মানুষকে অনুরোধ করছি, তারা যেন এই উদ্যোগে সরকারের পাশে থাকেন। এই কঠিন পরিস্থিতি থেকে বেরোতে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে।'
সরকারের এই প্রকল্প জারি হবে ৮ এপ্রিল থেকে। চলবে ৬ জুন পর্যন্ত। প্রসঙ্গত ইস্টারের সময়ে দেশের রাষ্ট্রপতির নির্দেশে এক সপ্তাহের জন্যে সারা দেশের সব স্কুল, কলেজ, অফিস বন্ধ রাখা হয়েছিল।
ভেনেজুয়েলার সিংহভাগ বিদ্যুত্ সরবরাহ হয় জলবিদ্যুত্ প্রকল্প থেকে। বলিভারের পূর্বে ১০.২ গিগাওয়াটের গুরি বাঁধ থেকে সরবরাহ হয় বিদ্যুত্। কিন্তু অনাবৃষ্টির জন্যে জলের স্তর অনেক নেমে গেছে। ফলে পর্যাপ্ত পরিমাণে জলবিদ্যুত্ উত্পন্ন করা সম্ভব হচ্ছে না।-টাইমস অফ ইন্ডিয়া
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই