আন্তর্জাতিক ডেস্ক : দুজনে দুজনার হয়ে মনের যত অব্যক্ত বাসনা ব্যক্ত করার রাত। জীবনে এ রাত একবারই আসে। আর সেই রাতে যদি ঘটে মর্মান্তিক ঘটনা, তবে তা আর বলার অপেক্ষা রাখে না। এ কেমন ঘটনা, বাসরঘরেই নববধূ খুন!
বিয়ের পর সবে শ্বশুরবাড়িতে আসে নতুন বউ। চোখে অনেক স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন প্রথম রাতেই শেষ। স্বামী সোহাগের বিছানাতেই লুটিয়ে পড়ল নববধূর নিথর শরীরটা।
অপরাধ স্বামীর সন্দেহের চোখে স্ত্রী। বিয়ের আগেই নাকি পরপুরুষের সঙ্গে সঙ্গ দিয়েছে ঘরে আনা নববধূ। এ অপবাদ দিয়ে বিয়ের প্রথম রাতেই স্ত্রীকে খুন করে স্বামী! মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানে।
জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
অভিযুক্ত যুবক কালান্দার বকশ খোখার পাকিস্তানের সিন্ধ প্রদেশের জাকোবাবাদের বাসিন্দা। বয়স ২৮ বছর। প্রাথমিক রিপোর্ট অনুয়ায়ী, গলায় ফাঁস দিয়েই তিনি তার ২০ বছর বয়সী স্ত্রী খানজাদি লশরিকে খুন করেছেন।
এ ঘটনায় খানজাদির পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ কালান্দার ও তার তিন ভাইকে গ্রেপ্তার করেছে।
৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম