আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া বলছে, আন্ত-মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন একটি ইঞ্জিনের পরীক্ষায় তারা সফল হয়েছে।
দেশটি বলছে, এর ফলে যুক্তরাষ্ট্রের ওপর পারমাণবিক হামলার ব্যাপারে তাদের শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। গত জানুয়ারি মাসেও পরমাণু পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
জবাবে দেশটির ওপর আরো একদফা নিষেধাজ্ঞা জারি করেছিলো জাতিসংঘ। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে এই পরীক্ষা চালানো হয়েছে কিম জং উনের ব্যক্তিগত তত্ত্বাবধানে।
উত্তর কোরিয়া আগেই ঘোষণা করেছিল আমেরিকার ওপর বিরুদ্ধে ব্যবহার করা যায় এমন শক্তিসম্পন্ন পারমাণবিক বোমা তৈরি করাই তাদের অভিপ্রায়।
আমেরিকায় আঘাত হানতে পারে এমন পারমাণবিক ক্ষমতাধর ক্ষেপণাস্ত্র তৈরির কাজ উত্তর কোরিয়া ধাপে ধাপে সম্পন্ন করছে।
সাম্প্রতিক কয়েক সপ্তাহে তারা বলেছে এর জন্য প্রয়োজনীয় তাপ-প্রতিরোধী পদার্থ তৈরিতে তারা সফল হয়েছে।
দেশটির প্রচার মাধ্যমে কিম জং উনের ছবি দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে তাদের দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রে ছোটখাট শক্তির পরমাণু মুখ বসানোর কাজ তিনি অনুমোদন করছেন।
দেশটির দাবি তারা এখন প্রয়োজনীয় রকেট ইঞ্জিন তৈরি করে ফেলেছে যদিও নিরপেক্ষভাবে এই দাবির সত্যতা যাচাই করা কঠিন।
দক্ষিণ কোরিয়া অবশ্য এই দাবিকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে। আগামীমাসে পিয়ংইয়ং-এ বিশাল এক রাজনৈতিক অধিবেশনে কিম জংউন খুবই কড়া বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে।-বিবিসি
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই