আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের উপর হামলা চালাতে একটি অত্যাধুনিক আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক রকেট ইঞ্জিনের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করল উত্তর কোরিয়া৷ শনিবার সে দেশের সরকারি সংবাদমাধ্যমের দাবি করল, এবার চাইলেই আমেরিকাকে ছাইয়ের গাদায় পরিণত করতে পারে উত্তর কোরিয়া৷ তারা যদি ভাড়াবাড়ি করে তাহলে সত্যি তাদের ছাইয়ে পরিণত করা হবে।
উত্তর কোরিয়ার দাবি সত্যি হলে, পারমাণবিক শক্তি গবেষণায় বেশ কয়েক ধাপ এগিয়ে গেল কিং জং উনের দেশ৷ এই নিয়ে চলতি বছর চতুর্থবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করল উত্তর কোরিয়া৷ গতমাসেই আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে আশঙ্কায় ফেলে একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া৷ আন্তর্জাতিক শান্তিরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনোরকম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপর নিষেধাজ্ঞা জারি করে৷
অন্যদিকে, ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্ক টোনার জানিয়েছেন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ আমেরিকা৷ পাল্টা ওয়াশিংটনকে উত্তর কোরিয়া হুমকি দিয়ে রেখেছে, পরমাণু হামলা করে ওয়াশিংটন ও সিওলকে ছাইয়ে পরিণত করাহবে৷-সংবাদ প্রতিদিন
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই