শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ১১:০৩:৪২

‘ছেলেদের ক্লাবে প্রবেশের জন্য মেয়েদের লড়াই, রহস্যটা কি’?

‘ছেলেদের ক্লাবে প্রবেশের জন্য মেয়েদের লড়াই, রহস্যটা কি’?

আন্তর্জাতিক ডেস্ক : সুইটি, হানি বহু পুরুষের আদরের ডাক।  বিশ্বের সবচেয়ে প্রভাবশালীর তালিকায় থাকা এক মহিলার এসব কিন্তু একেবারেই অপছন্দ।  এই মহিলা কিন্তু পুরুষের ওইসব আদরের ডাকগুলো তীব্র ঘৃণা করেন।  ছেলেদের ক্লাবে প্রবেশের জন্য মেয়েদের লড়াই

তিনি পেপসি কো-র সিইও ইন্দ্রা নুয়ি।  ইন্দ্রার সাফ কথা, 'মেয়েদের সুইটি, হানি বলে ডাকাকে আমি ঘৃণা করি।  পুরুষরা মহিলাদের তাদের নামে ডাকুন, ওইসব নামে ডাকা উচিত নয়।

মহিলা ও পুরুষের সমান অধিকারের পক্ষে সওয়াল করে ইন্দ্রা নুয়ি বলেন, আমাদের সবার প্রতি সমান হতে হবে।  আমি সুইটি বা হানি বলে ডাকা একেবারেই ঘৃণা করি।  এখনও আমাকে ওইসব নামে ডাকা হয়।  গা-টা জ্বালা ধরে যায়।  

এসব বন্ধ হওয়া উচিত।  আমাদের, মহিলাদের একজন সম্মানীয় ব্যক্তি হিসেবেই ট্রিট করা উচিত, সুইটি, হানি বা বেব বলে নয়।  এর পরিবর্তন দরকার বললেন তিনি।

বিশ্বের প্রথম ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় থাকা ইন্দ্রা নুয়ির কথায়, বহু বছর ধরে ছেলেদের ক্লাবে প্রবেশের জন্য মেয়েরা লড়াই চালিয়ে যাচ্ছে। সমান পারিশ্রমিকের লড়াই।  মহিলারা কেন কাজের জায়গায় নিজেদের মধ্যে লড়াই করবে? ছেলেদের ক্লাবে প্রবেশ করতে দেয়া উচিত।

তাদের একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সাহায্য করা উচিত। সমাজকর্মী ও বিশেষজ্ঞদের এ বিষয়টি দেখা উচিত।'
৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে