রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০২:১২:৫৯

বিদেশ ভ্রমণে যে কারণে অধিকাংশ সময় হোটেলে না ঘুমিয়ে বিমানে ঘুমান মোদি!

বিদেশ ভ্রমণে যে কারণে অধিকাংশ সময় হোটেলে না ঘুমিয়ে বিমানে ঘুমান মোদি!

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রীত্বের প্রথম দুই বছরে বিদেশ ভ্রমণে ৯৫ দিন কাটিয়েছেন নরেন্দ্র মোদি যেখানে মনমোহন সিং কাটিয়েছিলেন ৭২ দিন। কিন্তু ২০ বার সফরে মোদি ৪০টি দেশে গেলেও মনমোহন সিং ১৮ সফরে গিয়েছিলেন ১৮ দেশে প্রধানমন্ত্রীত্বের প্রথমবারে। বিদেশ ভ্রমণে তাই রেকর্ডটা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদির। অবশ্য এতো বেশি বিদেশ ভ্রমণ নিয়ে বিভিন্ন সময়ে বিরোধীদের কটাক্ষ শুনতে হয়েছে তাকে।

কিন্তু এবার এই বিদেশ ভ্রমণ নিয়ে বের হলো এক নজিরবিহীন তথ্য। তা হলো, মোদি নাকি সময় বাঁচাতে বিদেশি হোটেলে ঘুমিয়ে রাত না কাটিয়ে অধিকাংশ সময় বিমানে ভ্রমণের সময় ঘুমান।

গত ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বেলজিয়াম, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সফরের সময় তিন রাত বিমানে কাটিয়েছেন মোদি। এরমধ্যে দিল্লি থেকে ব্রাসেলসে গিয়ে এক রাত, ব্রাসেলস থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে এক রাত এবং সেখান থেকে রিয়াদে যাওয়ার পথ এক রাত বিমানে কাটিয়েছেন তিনি। এতো বড় ভ্রমণে কেবলমাত্র দুই রাত হোটেলে কাটিয়েছেন মোদি। যাত্রা জন্য রাতটাকে বেছে নেন মোদি, যাতে রাতে ঘুমটা বিমানে এবং দিনে মতবিনিময় করতে পারেন। তাহলে ঘুমের ঘাটতি পড়বে না আবার কাজটা হয়ে যাবে।

খবরটি জানিয়ে ভারতের সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তা বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া। ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, মাত্র ৯৭ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ ভ্রমণ নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রী যদি বিমানে ঘুমানোর সিদ্ধান্ত না নিতেন তবে আমাদের ফিরতে কমপক্ষে ছয় দিন লাগত।

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভ্রমণ ছিল অনেক সময়ের। রাতে ভ্রমণ ছিল খুব অনিয়মিত। কিন্তু মোদির সময় বিদেশ ভ্রমণের সিডিউল খুব ছোট হয় এবং রাতগুলোতে হোটেলে না কাটিয়ে বিমান ভ্রমণের নির্দেশনা দেন মোদি।

১০ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে