রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০৮:৪০:৩৫

ভারতে মন্দিরে ভয়াহব অগ্নিকাণ্ডে নিহত ৭৫, আহত ২ শতাধিক

ভারতে মন্দিরে ভয়াহব অগ্নিকাণ্ডে নিহত ৭৫, আহত ২ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭৫ জন নিহত এবং ২ শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। পুলিশের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রবিবার ভোর রাতে দেশটির কেরালা রাজ্যের কোল্লাম এলাকায় পুতিঙ্গাল মন্দিরে এই দুর্ঘটনা ঘটে।  ধর্মীয় উৎসব উদযাপনকালে ফোটানো আতশবাজির স্ফূলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম।

সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে