আন্তর্জাতিক ডেস্ক : অবারও ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। আজ রবিবার ১০ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৮টা ১৪ মিনিটে দেশটিতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির বেংকুলু এলাকা থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণে এ ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫৫ দশমিক ৩ কিলোমিটার গভীরে।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন