রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০১:৩৯:৩৪

ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তাস সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। দুই দেশের লাইন অব কন্ট্রোল (এলওসি) সীমান্তের পুঞ্চ অংশে রোববার ভোর পর্যন্ত এ গোলাগুলির ঘটনা ঘটে।

এই অংশে যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে এই গোলাগুলির ঘটনা ঘটে। গত ছ’মাসের যুদ্ধবিরতিতে ওই এলাকায় গুলিবর্ষণের ঘটনা এবারই প্রথম।

এ প্রসঙ্গে ভারতের এক সেনা মুখপাত্র জানিয়েছেন, শনিবার রাতে পাকিস্তানি বাহিনী বিএসএফকে লক্ষ্য করে প্রচণ্ড গোলাগুলি শুরু করে। জবাবে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি ছুঁড়তে থাকে। তা গুলিবর্ষণ রোববার ভোর পর্যন্ত চলতে থাকে।

গত সপ্তাহে পাকিস্তান দু’দেশের মধ্যে আলোচনা বাতিল করে দেয়ার পরই গোলাগুলির এই ঘটনা ঘটলো। গত আগস্টে পাকিস্তান ভারত গোলাগুলিতে এলওসি-তে ৬ জন নিহত হয়েছিল।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে