রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০৫:০২:২১

ক্যান্সারকে জয় করায় ইমরান হাসমির ছেলেকে যে কথা বললেন কেজরীয়াল

ক্যান্সারকে জয় করায় ইমরান হাসমির ছেলেকে যে কথা বললেন কেজরীয়াল

আন্তর্জাতিক ডেস্ক : বলিউড অভিনেতা ইমরান হাসমির ছয় বছরের ছেলে অয়ন দীর্ঘ দিন ধরে কিডনি ক্যান্সারে আক্রান্ত ছিল। তবে দীর্ঘ চিকিত্সার পর সে এখন সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। নিজের এই যুদ্ধ, ছেলের অসুস্থতা নিয়ে একটি বইও লিখেছেন ইমরান। বইয়ের নাম কিস অফ লাইফ। বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীয়াল। সেই অনুষ্ঠানেই ইমরানের ছেলেকে বাবার চেয়েও বড় তারকা বলে সম্বোধন করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

বইটি লেখার সময় ইমরানের সাথে ছিলেন ২১ বছরের বিলাল সিদ্দিকি। সেখানে ইমরান সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই লড়াইয়ের কথা। চার বছর বয়সে তার ছেলের কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। সেখান থেকে কীভাবে লড়াই করে সেই যুদ্ধ জয় করেছেন এই ছোট্ট ছেলেটি সেকথাই এ বইতে লেখা হয়েছে। এখানে চিকিত্সার পর সাত মাসের জন্যে অয়নকে কানাডা নিয়ে গিয়েছিলেন ইমরান ও তার স্ত্রী।

ক্যান্সারের সেই চিকিত্সা পদ্ধতিটি যে কি মারাত্মক যন্ত্রণাদায়ক এবং খরচসাপেক্ষও তা বলে বুঝানো মুশকিল। কেজরীয়াল ইমরানকে ধন্যবাদ জানিয়েছেন অর্থনৈতিক এবং মানসিকভাবে সেই কঠিন চিকিত্সাটি তিনি করাতে পেরেছেন বলে। কেজরীয়াল মনে করেন, সরকারের উচিৎ যেকোনো সাধারণ নাগরিকের পাশে দাঁড়ানো যাতে তারা অর্থাভাবে কঠিন অসুখে মারা না যান।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে