রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০৫:১৪:১৫

ক্রেন থেকে পড়ে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত বিমান

ক্রেন থেকে পড়ে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত বিমান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অব্যবহৃত একটি বিমান ক্রেনের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সময় বিমানটি একটি ভবনের দেয়ালের ওপর পড়ে যায়। এতে বিমানটি যতেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

দক্ষিণ ভারতে রোববার সকালে এই ঘটনা ঘটে। বিশাল আকৃতির একটি ক্রেনের সাহায্যে বিমানটি নিয়ে যাওয়া হচ্ছিলো।

এয়ার ইন্ডিয়ার এই বিমানটিকে মাটি থেকে ৬০ ফুটের মতো উপরে তোলা হলে হঠাৎ করে বিমানটি নিচে পড়ে যায়।

কর্মকর্তারা বলছেন, হঠাৎ করেই ক্রেনটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। বিমানটিকে হায়দ্রাবাদের বেগামপেট বিমানবন্দর থেকে চার কিলোমিটার দূরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিলো।

বিমানটির ওজন প্রায় ২৫ টনের মতো। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কর্মকর্তারা বলছেন, এটা বিপর্যয়কর হয়ে উঠতে পারতো কারণ দুর্ঘটনাটি যেখানে ঘটেছে তার কাছেই ছিলো একটি স্কুল।

দুর্ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা বলছেন, দুর্ঘটনা সত্ত্বেও বিমানটিকে ফ্লাইট প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে।-বিবিসি
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে