আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার নর্থ ক্যারোলিনায় দু’সপ্তাহ আগে একটি বিতর্কিত আইন পাশ হয়। যার সরকারি নাম ‘পাবলিক ফেসিলিটিস প্রিভেসি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট’। সংক্ষেপে যার নাম দেয়া হয়েছে ‘বাথরুম আইন’।
এই আইনে বিশেষভাবে যারা হিজরা রয়েছেন তাদের টয়লেট ব্যবহারের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বলা হয়েছে বার্থ সার্টিফিকেটে তাদের যে লিঙ্গ লেখা আছে তারা সেই লিঙ্গের জন্য নির্ধারিত টয়লেটই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ জন্মের সময় যে মহিলার ছিল, সে পরবর্তীকালে লিঙ্গ বদলে পুরুষ হলেও তাকে ব্যবহার করতে হবে মহিলাদের টয়লেট এবং জন্মের সময় যারা পুরুষ ছিলেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
নর্থ ক্যারোলিনার এই আইন আমেরিকায় সব নাগরিকের সমান অধিকারের পরিপন্থী এবং মানবাধিকারের লঙ্ঘন করা হচ্ছে বলে বিভিন্ন রাজ্যে মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন। আমেরিকার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ব্রুস স্প্রিংটিন নর্থ ক্যারোলিনার সবচেয়ে বড় শহর গ্রিনসবরোয় তার রবিবারের সঙ্গীতানুষ্ঠান বাতিল করে দিয়েছেন। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং রাজনীতিকরাও এই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই