রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০৬:১০:৫০

৭.১ মাত্রার ভয়াবহ ভূকম্পন

৭.১ মাত্রার ভয়াবহ ভূকম্পন

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের দিল্লি, কাশ্মীর, চন্ডীগড় সহ উত্তর ভারতের নানা অংশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পের উত্সস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। কম্পনের কারণে আতঙ্কের ছায়া দিল্লি জুড়ে। কম্পনের পর কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয় দিল্লির মেট্রো চলাচল। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আতঙ্কে রাস্তায় নেমে আসেন দিল্লির মানুষ। কম্পন অনুভূত হয় উত্তর ভারতের অন্যান্য শহরেও। কম্পন স্থায়ী হয় প্রায় দেড় মিনিট ধরে।

অপরদিকে কম্পনের খবর পাওয়া গেল পাকিস্তান, আফগানিস্তান থেকেও। পাকিস্তানের সরকার বলছে, সে দেশের উত্তরাঞ্চলে আফগানিস্তানের সীমান্তের কাছে ৭.১ মাত্রার এক ভূমিকম্প আঘাত করেছে। জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়। পুরো পাকিস্তান জুড়ে এবং দিল্লিসহ সমগ্র উত্তর ভারতে এই কম্পন অনুভব হয়েছে।

আজ বিকেল সাড়ে চারটার দিকে এই কম্পনে কেঁপে ওঠে দিল্লি, কাশ্মীর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। শ্রীনগর বিমানবন্দরে আলো নিভিয়ে দেয়া হয়। ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি জানিয়েছে, কম্পনের উত্‍সস্থল ছিল পেশোয়ার থেকে ২৪৮ কিলোমিটার উত্তরে হিন্দুকুশ পর্বতমালায়।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে