আন্তর্জাতিক ডেস্ক : একটি আন্তর্জাতিক সম্মেলনের সুবাদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন হিরোশিমায় অবস্থান করছেন।
১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র আনবিক বোমা ফেলে জাপানের এই শহরটিকে ধ্বংস করার পর তিনিই সর্বোচ্চ কোন মার্কিন নেতা যিনি হিরোশিমা সফর করলেন। এই শহরে এখন জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে।
সন্ত্রাসবাদ, মধ্যপ্রাচ্য সঙ্কট এবং অভিবাসী সমস্যা নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে বলে কথা রযেছে।
পাশাপাশি বিশ্বে পরমাণু অস্ত্র কমিয়ে আনার লক্ষ্যে জাপান হিরোশিমার প্রতীককে এই সম্মেলনে ব্যবহার করতে চাইছে।
সোমবার হিরোশিমায় নিহতদের স্মৃতিসৌধে গিয়ে মি. কেরি শ্রদ্ধা জানাবেন বলে জানা যাচ্ছে।-বিবিসি
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই