আন্তর্জাতিক ডেস্ক : চীন ও রাশিয়ার বিরুদ্ধে প্রথম পরমাণু হামলা চালানোর পরিকল্পনার অংশ হিসেবেই দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘থাড’ মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। যুদ্ধবিরোধী মার্কিন সাংবাদিক ব্রুস গাওন ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
চীনের অভিযোগ উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ‘থাড’ মোতায়েন করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টারের ঘোষণার পরিপ্রেক্ষিতে এ কথা বলেন গ্লোবাল নেটওয়ার্ক অ্যাগেইস্ট উইপন্স অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার ইন স্পেসের সমন্বয়কারী ব্রুস গাওন। থাড মোতায়েনের সঙ্গে চীনের কোনো সম্পর্ক নেই বলে যে দাবি করেছেন কার্টার, সেটাকে সরাসরি মিথ্যাচার হিসেবে অভিহিত করেন ব্রুস গাওন।
তিনি বলেন, প্রকৃতপক্ষে আমেরিকার জন্য উত্তর কোরিয়া কোনো হুমকি নয় বরং এটি মোতায়েনের সঙ্গে চীনকে আঘাত করার পরিকল্পনার সম্পর্ক রয়েছে। তিনি আরো বলেন, এ ধরনেরপরমাণু হামলা চালানোর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশই হলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, চীন বা রাশিয়ায় প্রথমে পরমাণু হামলার পর ওই দুই দেশ তাদের সংরক্ষিত ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে পাল্টা হামলার চেষ্টা করবে। আর তখনই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৎপর হয়ে উঠবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, সত্যি বলতে কি মার্কিন মহাকাশ কমান্ড এবং মার্কিন বাৎসরিক সামরিক মহড়ায় এ জাতীয় হামলার অনুশীলন করা হয়। তিনি বলেন, চীন ও রাশিয়ার বিরুদ্ধে আগাম সামরিক হামলা চালানোর বিষয়টি অনুশীলন করে আসছে আমেরিকা।-আইআরআইবি
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই