আন্তর্জাতিক ডেস্ক : মিশর সরকার লোহিত সাগরের দু’টি বিতর্কিত দ্বীপের মালিকানা সৌদি আরবের হাতে তুলে দিয়েছে। দেশটির সাবেক কর্মকর্তা এবং ইখওয়ানুল মুসলেমিনের কঠোর বিরোধিতা উপেক্ষা করে তিরান এবং সানাফির দ্বীপের মালিকানা তুলে দেয়া হলো।
কায়রো-রিয়াদ গত শুক্রবার দু’দেশের পানিসীমা সংক্রান্ত একটি চুক্তি করেছে । চুক্তিতে যে পানিসীমা নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী দ্বীপ দু’টি সৌদি সীমানায় পড়েছে বলে মিশরের মন্ত্রিসভা এক বিবৃতিতে জানিয়েছে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি এবং সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের উপস্থিতিতে সৌদি আরবের সঙ্গে এ চুক্তিতে সই করেন মিশরের প্রধানমন্ত্রী শরিফ ইসমাইল।
অনুমোদনের জন্য চুক্তিটি মিশরের সংসদে উপস্থাপন করা হবে। এদিকে আইন বিশেষজ্ঞ এবং বিরোধী ব্যক্তিত্বরা এ চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, মিশরের ভূখণ্ডের ওপর থেকে কর্তৃত্ব বাতিল করা হলে তা দেশটির সংবিধান সম্মত হিসেবে বিবেচিত হবে না। মিশরের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলেমিনও এক বিবৃতিতে এ চুক্তির কঠোর নিন্দা করেছে। মিশরের মানুষের সম্পদ বা সম্পত্তি ছেড়ে দেয়ার অধিকার কারো নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।-আইআরআইবি
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই