রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০৮:১৬:৪০

এ কি কাণ্ড, মোটার কারণে বিমান থেকে নামিয়ে দেয়া হলো যাত্রীকে!

এ কি কাণ্ড, মোটার কারণে বিমান থেকে নামিয়ে দেয়া হলো যাত্রীকে!

আন্তর্জাতিক ডেস্ক : শারীরিকভাবে কেউ মোটা আবার কেউ চিকন-এটাই স্বাভাবিক।  কিন্তু মোটা হওয়ার কারণে বিমানে ভ্রমণ করতে পারবে না এটা কেমন কথা।  হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে এক বিমান যাত্রীর ক্ষেত্রে।  মোটা হওয়ার কারণে বিমান থেকে নামিয়ে দেয়া হয় সেই যাত্রীকে!

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে নিজ শহর নিউজার্সি যাওয়ার জন্য ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওঠেন ১৪৭ কেজি ওজনের এরোল নারভায়েজ।  অন্য এক যাত্রী অভিযোগ করেন, নারভায়েজ অনেক মোটা।  তখন তাকে বিমান থেকে নেমে যেতে অনুরোধ করা হয়।

ট্রাভেলল্যান্ডলেজার নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

হাফিংটন পোস্টকে নারভায়েজ বলেন, আমি বিমানে উঠে আমার আসনে গিয়ে বসি।  তখনো আমার পাশের সিটের যাত্রী আসেননি।  আমি তার জন্য অপেক্ষা করছিলাম।  তিনি এলেন।  আমি উঠে দাঁড়িয়ে তাকে বসতে বললাম।  তিনি বললেন, আপনিই এখানে থাকুন।  এরপর ওই যাত্রী একজন অ্যাটেনডেন্টের সঙ্গে কানে কানে কী যেন বলছিলেন।  পরে আমাকে জানান হলো, পাঁচ ঘণ্টার ফ্লাইটে তিনি আমার সঙ্গে পাশাপাশি আসনে যেতে স্বস্তিবোধ করছেন না।

এরপর নারভায়েজকে ফ্লাইটের নারী সুপারভাইজার এসে বললেন, এ ফ্লাইটে তাকে নেয়া সম্ভব হচ্ছে না।  নারভাজেয়জকে সবিনয়ে বিমান থেকে নেমে যাওয়ার জন্য বলেন সুপারভাইজার।

নারভায়েজের অভিযোগ, বিমানে খালি আসন ছিল।  ওই যাত্রীকে খালি আসনের কোনো একটিতে বসতে অনুরোধ করা হয়, কিন্তু তিনি তা মানেননি। একপর্যায়ে নারভায়েজকে বিমান থেকে নেমে যেতে অনুরোধ করা হয়।

পরের ফ্লাইটে নিউজার্সি যাওয়ার ব্যবস্থা হয় নারভায়েজের।  তবে ছয় ঘণ্টা তাকে লাস ভেগাস বিমানবন্দরে বসে থাকতে হয়েছে।  বাসায় গিয়ে বিশ্রাম নিয়ে পরেরদিন অফিসে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যায় তার।  ঘটনাটি শোনার পর অনেকেই ওই বিমান সংস্থার সমালোচনা করেছেন।
১০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে