রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ০৯:৩৩:২৫

কি সেই ঘটনা, সন্তানের আইফোনে মায়ের গুলি!

কি সেই ঘটনা, সন্তানের আইফোনে মায়ের গুলি!

আন্তর্জাতিক ডেস্ক : আদরের সন্তানের প্রতি রাগ হলে বকা বা পিটুনি দিয়ে থাকে।  অবাধ্য সন্তান হলে আরেকটু না হয় বেশি শায়েস্তা করেন বাবা-মা, কিন্তু কখনো কি শুনেছেন ছেলের প্রতি রাগ হয়ে গুলি করতে।  এমনটাই করেছেন যুক্তরাজ্যের এক মা।

যুগ বদলে গেছে।  সন্তানদের এসব শাস্তি আর এখন গায়ে লাগে না।  তবে কোনো সন্তানের বাবা-মা যদি তার সন্তানের প্রিয় আইফোনটি নিয়ে গুলি করে ভেঙে ফেলে, হ্যামার দিয়ে চূর্ণ করে তবে ব্যাপারটা কেমন দাঁড়ায়?

সন্তানের আচরণে বিরক্ত হয়ে ওই মা প্রথমে সন্তানকে সতর্ক করেন।  কিন্তু কথা না শোনায় বিরক্ত হন মা।  খুঁজতে থাকেন সন্তানের অবাধ্যতার কারণ। পরে তিনি বুঝতে পারেন যে, তার সন্তান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসক্ত।

এরপর একদিন তিনি কেড়ে নিলেন তার সন্তানের অ্যাপেল আইফোন ৫সি। একটি গাছের টুকরোর ওপর ফোনটি রাখলেন।  এরপর তার একনলা বন্দুক দিয়ে শ্যুট করলেন ফোনটিতে।  

ফোনটি ভেঙে টুকরো টাকরা হয়ে গেল।  তাতেও রাগ মিটলো না এ মায়ের। তিনি আবার সেটি কুড়িয়ে আনলেন।  এরপর ফোনের ভাঙ্ অংশগুলো রাখলেন গাছের গুড়ির ওপর।

এবার বন্দুকের পরিবর্তে হাতে নিলেন মুগুর।  এরপর মুগুরটি আকাশে তুলে সৃষ্টিকর্তার নাম নিয়ে ফোনটিতে আঘাত করলেন।  মুহূর্তেই ফোনটি গুঁড়ো হয়ে গেল।  ফোনটি ভেঙে ফেলার আগে তিনি বলেন, আমার সন্তানের জীবন পৃথিবীর যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইসের চেয়ে দামি।

তার সন্তান মাকে না জানিয়ে নতুন মানুষের সাথে যোগাযোগ করতো।  নাট্যদলে কাজ করতো এবং আইফোন ব্যবহার করার জন্য স্কুলে কথা শুনতো।  ফোনটি ভেঙে ফেলার পর তিনি বলেন, আমি শেষ করে দিয়েছি।  এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
১০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে