আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সব থেকে ধনী ব্যক্তিটির নাম মুকেশ অম্বানী। কিন্তু কেমন তাঁর জীবনযাপন? অত্যন্ত বিলাসবহুল হবে নিশ্চয়ই? ধোঁয়াশা বাদ দিন। দেখে নিন নিজে চোখেই।
মুকেশ অম্বানী সম্পর্কে অজানা কথা।
১. মুকেশ অম্বানীর প্রিয় খাবার কী জানেন? ডাল, ভাত, রুটি এবং যে কোনও ধরনের সবজি।
২. সর্বদা মুকেশ বাড়িতে বা বিলাসবহুল রেস্তোরাঁয় খান? মোটেই না। তিনি যে কোনও সময়ে, যে কোনও জায়গায় খেতে পারেন। রাস্তার ধারের দোকান হলে তো চেটেপুটে খান।
৩. মুকেশ অম্বানী নিরামিশাষী। তাঁর প্রিয় রেস্তোরাঁ? মুম্বইয়ের মাতুঙ্গায় ‘‘মাইসোর ক্যাফে’’।
৪. বাড়িতে অতিথি এলে মুকেশ অম্বানী নিজে হাতে কিছু একটা রেঁধে খাওয়াবেনই। তাঁর হাতের রান্না নাকি খাসা।
৫. সিনেমা দেখতে অসম্ভব ভালবাসেন। রবিবার পরিবারের সঙ্গে কাটান এবং একটি সিনেমা দেখেন।
৬. কখনও নিজের জন্মদিন পালন করেননি। শুধুমাত্র ৫০তম জন্মদিনটি পালন করেন জামনগরে কারখানার শ্রমিকদের সঙ্গে।
৭. প্রার্থনা না-করে কখনও বাড়ি থেকে বেরোন না।
৮. সহকর্মীরা কী বলেন জানেন? মুকেশ অম্বানীকে তাঁরা কোনওদিন চেঁচাতে দেখেননি।
৯. সকাল সাড়ে ১০টার আগে মুকেশ অম্বানী ঘুম থেকে ওঠেন না। কারণ তিনি রাত ৩টে পর্যন্ত কাজ করেন।
১০. দুপুরের আগে কখনও অফিসে ঢোকেননি। রাত দুটোর আগে বেরোননি।
১১. গান শুনবে বেজায় ভালবাসেন। পুরনো দিনের হিন্দি গান তাঁর সর্বক্ষণের সঙ্গী।
১২. ইন্টারনেটে চ্যাট করতে ভালবাসেন মুকেশ।
১৩. হাঁটতে ভালবাসেন বেজায়। সহকর্মীদের নিয়ে হাঁটতে বেরিয়ে পড়েন হামেশাই। হাঁটতে হাঁটতেই চলে মিটিং।-এবেলা
১১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর