সোমবার, ১১ এপ্রিল, ২০১৬, ০২:৩৮:৪২

বন্ধুর জন্য বাসররাতেই নববধূকে খুন, আটক ৪

বন্ধুর জন্য বাসররাতেই নববধূকে খুন, আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক : বাসররাতেই নববধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। কনের নাম খানজাদি ও স্বামীর নাম কালান্দার বকশ (২৮)। এ ঘটনায় কনের পরিবার অভিযোগ দায়ের করলে পুলিশ কালান্দার ও তার ৩ ভাইকে গ্রেফতার করেছে।

পাকিস্তানের সিন্ধ প্রদেশের জাকোবাবাদে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পরিবার সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে গল্প করতে করতে নববধু তার ঘনিষ্ট বন্ধুদের কথা বলেন। কিন্তু পুরুষ বন্ধু থাকার কথা শুনেই ক্ষেপে গেলেন স্বামী।

স্বামীর ধারণা, মেয়েদের পুরুষ বন্ধু থাকলে তার ‘চরিত্র’ ঠিক থাকে না। এ কারণে স্বামী জানালেন তাকে শাস্তি পেতে হবে। এরপরই ঘটল সেই মর্মান্তিক ঘটনা। স্ত্রীর ওড়না দিয়েই বিছানাতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করলেন স্বামী কালান্দার।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে