আন্তর্জাতিক ডেস্ক : ইহুদী নিধনের কারিগড় জার্মানির নাৎসী শাসক এ্যাডলফ হিটলারকে নিয়ে ইতিবাচক মন্তব্য করায় একজন মুসলিম নারী লেবার কাউন্সিলরকে বহিষ্কার করা করায়েছে। ওই মুসলিম নারীর নাম আয়েশগুল গুরবুজ। লুটনের বাসিন্দা ২০ বছর বয়েসী গুরবুজ গত বছর সেখানকার সর্বকনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হন।
আয়েশগুল গুরবুজ এখনো লেখাপড়া করছেন। তিনি ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইহুদিবিরোধী টুইট প্রকাশ পাওয়ার পর তাকে লেবার দল থেকে বহিষ্কার করা হয়।
আয়েশগুল গুরবুজের বিরুদ্ধে টুইট বার্তায় জার্মানির এডলফ হিটলারকে ‘ইতিহাসের একজন মহান ব্যক্তি’ বলে উল্লেখ করার অভিযোগ আনা হয়েছে। তিনি তার টুইটে ইসরাইলকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
তবে কাউন্সিলর গুরবুজ জোরালো ভাষায় এ ধরনের কথা টুইট করার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, তার বোন হয়তো এমন কিছু টুইট করতে পারেন। লেবার পার্টির মুখপাত্র বলেন, গুরবুজকে বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস