সোমবার, ১১ এপ্রিল, ২০১৬, ০৪:১৬:৪৬

'খেলোয়াড়রা ইসলাম সম্মত চুল না রাখলেই কেটে দেয়া হবে'

'খেলোয়াড়রা ইসলাম সম্মত চুল না রাখলেই কেটে দেয়া হবে'

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে চুলের ছাট ইসলাম সম্মত না হওয়ায় দেশটির কর্তৃপক্ষ এক ফুটবলারকে ধরে মাঠের পাশেই তার চুল কেটে দিয়েছে। খেলা শুরুর আগ মুহূর্তে তার চুল কেটে দেয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এএফপির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

যাতে দেখা যাচ্ছে বেচারা ফুটবলারের মাথায় কাঁচি চালাচ্ছে রেফারি নিজেই। একটা নয় দু'দুটো কাঁচি দিয়ে ছেঁটে দেয়া হচ্ছে তার মোহক্ স্টাইল। দেশটির ফুটবল ফেডারেশনের ইসলাম সম্মত চুল নিয়ে আইন আছে।

সৌদি আরবে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ফুটবলাররা চুল নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেন। তাদের উদ্ভট হেয়ার কাট স্কুলের বাচ্চারা অনুকরণ করে।

তাই দেশটির স্পোর্টস ও অলিম্পিক কমিটিকে সেবিষয়ে ব্যবস্থা নিতে অনূর্ধ্ব করেছেন দেশটির যুব অর্গানাইজেশনের প্রধান।

সৌদি আরবের স্থানীয় ক্লাবগুলোতে বহু বিদেশি ফুটবলাররা খেলেন। ইসলাম সম্মত চুলের আইন অমান্য করলে তাদেরও মুক্তি নেই।-বিবিসি
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে