সোমবার, ১১ এপ্রিল, ২০১৬, ০৪:৩৮:৩৮

গ্রিসের বৃহত্তম সমুদ্রবন্দরের মালিক এখন চীন

গ্রিসের বৃহত্তম সমুদ্রবন্দরের মালিক এখন চীন

আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি চায়না কসকো শিপিং কর্পোরেশন গ্রিসের বৃহত্তম সমুদ্রবন্দর পাইরিয়াসের সিংহভাগ মালিকানা কিনে নিল। চীনের এই সংস্থাটি ৩৬ কোটি ৮৫ লাখ ইউরোর (৪২ কোটি মার্কিন ডলার) বিনিময়ে গ্রিক বন্দরটির ৬৭ শতাংশ মালিকানা কিনেছে। সম্প্রতি স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ২৮ কোটি ৫ লাখ ইউরোর বিনিময়ে কসকো এরই মধ্যে বন্দরের ৫১ ভাগ মালিকানা পেয়েছে।

চুক্তির শর্তানুযায়ী বন্দরের উন্নয়নে বিনিয়োগসাপেক্ষে ৫ বছর পর অতিরিক্ত ৮ কোটি ৮০ লাখ ইউরো পরিশোধের মাধ্যমে পাইরিয়াসের আরো ১৬ শতাংশ মালিকানা পাবে কসকো। গ্রিসের এই বেসরকারীকরণ সংস্থার সঙ্গে শুক্রবার এ-সংক্রান্ত চূড়ান্ত চুক্তি করা হয়েছে।

ইউরোপীয় ঋণদাতাদের শর্ত মানতে গ্রিসকে অনেকগুলি জাতীয় সম্পদ বেসরকারি খাতে ছেড়ে দিতে হচ্ছে। এর আগে গত বছর পর্যটনসমৃদ্ধ দেশটির ১৪টি আঞ্চলিক বিমানবন্দর অধিগ্রহণ করেছে জার্মানির রাষ্ট্রায়ত্ত একটি সহযোগী কোম্পানি।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে