সোমবার, ১১ এপ্রিল, ২০১৬, ০৫:৩২:২১

প্রকৃতিতে বাঘের সংখ্যা বেড়েছে

প্রকৃতিতে বাঘের সংখ্যা বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : গায়ে ডোরা কাটা রাজকীয় বাঘ অনেকেরই ভাল লাগে। তা দেখার সুযোগ হয়ত শুধু চিড়িয়াখানাতেই হয়। বহু দশক ধরে প্রাকৃতিক পরিবেশে এই রাজকীয় প্রাণীটির সংখ্যা কমে আসছে বলে সংরক্ষণবাদীদের আশংকা রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

তবে গ্লোবাল টাইগার ফোরাম ও সংরক্ষণবাদীদের সংস্থা ডব্লিউ ডব্লিউ এফ বলছে এই প্রথমবারের মতো প্রকৃতিতে বাঘের সংখ্যা বেড়েছে।

বিশ্বব্যাপী নানা ধরনের প্রায় তিন হাজার নয়শোরও বেশি বাঘ রয়েছে বলে সংস্থা দুটি তালিকা দিচ্ছে। এই সংখ্যা ছয় বছর আগের এক হিসেবে পাওয়া যায় প্রায় সাতশো বেশি।

শিকার, বাঘের আবাসন দখল ও নষ্ট হওয়ার কারণে প্রকৃতি থেকে বাঘের সংখ্যা কমে আসছে। এই সমস্যা বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগারের জন্যেও প্রযোজ্য।

এখন নতুন যে সংখ্যার কথা বলা হচ্ছে তা দেয়া হচ্ছে ভারত, রাশিয়া, নেপাল ও ভুটানে করা এক জরীপের পর।

২০২০ সালের মধ্যে সংরক্ষণবাদীরা বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণ করার ব্যাপারে প্রচারণা চালাচ্ছে।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে