আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বীকার করে নিলেন যে, লিবিয়ার নেতা কর্নেল গাদ্দাফির পতনের ফলাফল সম্পর্কে বিবেচনা না করা ছিল তার একটি বড় ভুল।
ফক্স নিউজ টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের সাফল্য ও ব্যর্থতা নিয়ে কথা বলার ওবামা এ কথা বলেন।
তবে তিনি উল্লেখ করেন যে, লিবিয়ায় মার্কিন হস্তক্ষেপ ছিল একটি সঠিক পদক্ষেপ।
বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
২০১১ সালে গণঅভ্যুত্থান চলার সময় বেসামরিক জনগণকে রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ লিবিয়ায় বোমা হামলা চালিয়েছিল।
কিন্তু কর্নেল গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়ায় শুরু হয় ব্যাপক নৈরাজ্য।
মিলিশিয়া গোষ্ঠীগুলো ক্ষমতার জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে। দুটি ভিন্ন সরকার এবং সংসদ গঠিত হয়। এ সুযোগে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠী লিবিয়ায় আত্মপ্রকাশ করে।
ব্যাপক অরাজকতার ফলে হাজার হাজার শরণার্থী লিবিয়া ছেড়ে ইউরোপ অভিমুখে যাত্রা শুরু করে।
১১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম