সোমবার, ১১ এপ্রিল, ২০১৬, ০৯:২১:৩২

গাড়ি-বাড়ি নেই সেই মুখ্যমন্ত্রীর!

গাড়ি-বাড়ি নেই সেই মুখ্যমন্ত্রীর!

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার নির্বাচন কমিশনে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।  তবে ৫ বছরে সম্পত্তি বৃদ্ধির হার দ্বিগুণ।  বৃদ্ধির হার শুনলে চমকে যাবেন।

পশ্চিমবঙ্গ সত্যই গরিব রাজ্য।  এক বছর আগে দেশের এক মুখ্যমন্ত্রী জয়লিলতা তার সম্পত্তির পরিমাণ জানিয়েছিলেন ১১৭ কোটি টাকা।  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানালেন তার সম্পত্তি ৩০ লাখ ৪৫ হাজার টাকা। টাকার হিসাবে সম্পত্তি সত্যিই কম।  তবে এটাও সত্যি যে, গত ৫ বছরে তার মোট সম্পত্তি প্রায় দ্বিগুণ হয়েছে।

শুক্রবার পেশ করা হিসাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লাখ ৪৫ হাজার ১২ টাকা।  ২০১১ সালের সেপ্টেম্বরে মনোনয়ন জমা দেয়ার সময় তিনি সেই পরিমাণটা জানিয়েছিলেন, ১৫ লাখ ৮৪ হাজার ১৮৯ টাকা।  অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি।

৬১ বছরের মমতা জানিয়েছেন, তার হাতে আছে নগদ ১৮ হাজার ৪৩৬ টাকা। গয়না আছে ২৬ হাজার ৩৮০ টাকার।  নিজের গাড়ি-বাড়ি বলতে নেই।  কিন্তু বাড়িতে একটি ট্রেড মিল আছে।  যার দাম ২ লাখ ১৫ হাজার ৮৮ টাকা।

উল্লেখ্য, এবার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী, জোটের অন্যতম মুখ সিপিএমের সূর্যকান্ত মিশ্র ও তার স্ত্রী ঊষাদেবীর মোট সম্পত্তি ২৫ লাখ ৮০ হাজার ৪৫৯ টাকা।  

গত ৫ বছরে সম্পত্তি বেড়েছে ৪০ শতাংশের মতো।  তবে মুখ্যমন্ত্রী এ ক্ষেত্রে এগিয়ে।  তার সম্পত্তি বৃদ্ধির হার প্রায় ১০০ শতাংশ।

মুখ্যমন্ত্রী মাত্র কয়েক লাখ টাকার সম্পত্তির অধিকারী হলেও তার মন্ত্রিসভার সদস্যদের অনেকেই কোটিপতি।
১১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে